সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০
অন্তরা চক্রবর্তীঃঃ
তরুন-তরুনীদের ক্যারিয়ার গড়ার প্রত্যয় নিয়ে লার্ণিং পয়েন্ট সিলেটের ওসমানীনগর বিভিন্ন উপজেলায় কারিগরি প্রশিক্ষন কোর্সের ফ্রি সেমিনার করে যাচ্ছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষন ও ইংরেজী ভাষা জানার প্রয়োজনীয়তা নিয়ে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে ওসমানীনগরের গোয়ালাবাজারস্থ হাজি নছিব উল্লাহ মার্কেটে অবস্থিত লার্ণিং পয়েন্ট নামীয় প্রতিষ্ঠানটি।
এরই ধারাবাহিকতায় আগামী ৫ মার্চ এসএসসি ও দাখিল বা সমমান পরিক্ষার্থীদের অংশ গ্রহনে লার্ণিং পয়েন্ট গোয়ালাবাজার শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে Easy spoken+computer+ British English শিক্ষা বিষয় ফ্রি সেমিনারের। আগামী বৃহস্পতিবার সকাল ১০:৩০ ঘটিকায় প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে বৃহত্তর সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হবে এ সেমিনারটি।
উক্ত সেমিনারে প্রধান প্রশিক্ষকের দ্বায়িত্ব পালন করবেন Easy spoken এর উদ্ভাবক বিশ্বনাথ সরকারী কলেজের প্রাক্তন ইংরেজী প্রভাষক লার্ণিং পয়েন্টের প্রতিষ্ঠাতা মো: মঈন উদ্দিন। সার্বিক বিষয়ে নিশ্চিত করে লার্ণিং পয়েন্টের পাবলিক রিলেশন্স অফিসার সহিদুল ইসলাম জানান,দক্ষ জনশক্তি গড়ে তুলাই আমাদের মূল লক্ষ্য।
সেমিনারে কারিগরি প্রশিক্ষনের বিষয়ে অংশগ্রহনকারীদের উৎসাহিত করতে বিজয়ীদেরকে নতুন কম্পিউটার, ফ্রিতে প্রশিক্ষন র্কোস সম্পন্ন করার ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।
৫ মার্চ অনুষ্টিত ফ্রি সেমিনারে ওসমানীনগর-জগন্নাথপুর ও বালাগঞ্জসহ সিলেট অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২০২০ সালের এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের উপস্থিত থাকার আহব্বান জানিয়েছেন লাণিং পয়েন্টের গোয়ালাবাজার শাখার পরিচালক মাওলানা মো: আব্দুশ শহিদ।