প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উপ-নির্বাচনের দাবিতে আজ শনিবার (২৯ ফেব্রুয়ারী) রাতে নয়া সৎপুর গ্রামে এলাকাবাসির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ মুরব্বী আফাজ উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠক ফজলুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক ইউ/পি সদস্য মতিউর রহমান, মুরব্বী এতমান আলী, আলমগীর হোসেন, জহির উদ্দিন, মধু মিয়া, আলাল মিয়া, জসিম উদ্দিন, তফজ্জুল আলী, নুরুজ্জামান, তছলিম উদ্দিন, আশিক মিয়া, আহমদ আলী।
এসময় গ্রামের মুরব্বী আপ্তাব আলী, সাজ্জাদ আলী, মনির মিয়া, কাছাব আলী, আব্দুস সোবহান, উজির আলী, আরকান আলী, নূরুল ইসলাম, আঞ্জব আলী, আব্দুল খালিক, আল-আমিনসহ গ্রামের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ৯নং ওয়ার্ডের ইউ/পি সদস্য দিলসাদ আহমদ মৃত্যবরণ করায় দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের জনপ্রতিনিধির পদ শুণ্য রয়েছে। ইউ/পি সদস্যের মৃত্যুর পর থেকে ওয়ার্ডবাসি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। উপ-নির্বাচন দিয়ে ৯নং ওয়ার্ডের জনপ্রতিনিধি নির্বাচিত করতে প্রশাসনের প্রতি জোরদাবী জানান।