সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
প্রতিনিধি/জুড়ীঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম ফিতা কেটে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন।
পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের আত্বার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য আজমল আলী কাজল, শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুল হাসান নোমান প্রমুখ।