সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
প্রতিনিধি/জুড়ীঃঃ
মুজিব শতবর্ষ উদযাপনে জুড়ীতে ১ম জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
রবিবার সকাল ১০টায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্টিত হয়। ১১ঘটিকায় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বীমা সংগঠকসহ সাধারণ জনসাধারণের উপস্থিতিতে ‘বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি’ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্টিত সভায় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাসসহ বিভিন্ন বীমাকর্মীরা বক্তব্য রাখেন।
পরে দিনব্যাপি বীমা মেলা অনুষ্টিত হয়। এর পূর্বে শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বীমার গুরুত্ব’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করে।