সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
প্রতিনিধি/কমলগঞ্জঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বন থেকে কেটে পাচারকালে ৫ বান্ডিল বেতসহ বনকর্মীরা এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক ওরফে বাক্কু মিয়া (৫০)। রোববার (১ মার্চ) ভোর সাড়ে ৬টায় লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনাটি ঘটে।
লাউয়াছড়া বনরেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বাঘমারা গ্রামের আবু বকর সিদ্দিক ওরফে বাক্কু মিয়া এ উদ্যানের বন থেকে রোববার ভোর সাড়ে ৬টায় বেত কেটে ৫টি বান্ডিল করে রাস্তার পাশে রেখে যানবাহনের জন্য অপেক্ষা করছিল।
এসময় লাউয়াছড়া বনবিটের বনকর্মীরা ৫ বান্ডিল বেতসহ আবু বকর সিদ্দিককে আটক করে। পরে থাকে দ্রুত মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।
বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বেতসহ এক ব্যক্তির আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বন আইনে একটি মামলা করে ধৃত ব্যক্তিকে সকালেই মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।