লাউয়াছড়া বন থেকে পাচারকালে বেতসহ আটক ১

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

লাউয়াছড়া বন থেকে পাচারকালে বেতসহ আটক ১

 

প্রতিনিধি/কমলগঞ্জঃঃ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বন থেকে কেটে পাচারকালে ৫ বান্ডিল বেতসহ বনকর্মীরা এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক ওরফে বাক্কু মিয়া (৫০)। রোববার (১ মার্চ) ভোর সাড়ে ৬টায় লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

লাউয়াছড়া বনরেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বাঘমারা গ্রামের আবু বকর সিদ্দিক ওরফে বাক্কু মিয়া এ উদ্যানের বন থেকে রোববার ভোর সাড়ে ৬টায় বেত কেটে ৫টি বান্ডিল করে রাস্তার পাশে রেখে যানবাহনের জন্য অপেক্ষা করছিল।

 

এসময় লাউয়াছড়া বনবিটের বনকর্মীরা ৫ বান্ডিল বেতসহ আবু বকর সিদ্দিককে আটক করে। পরে থাকে দ্রুত মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।

 

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বেতসহ এক ব্যক্তির আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বন আইনে একটি মামলা করে ধৃত ব্যক্তিকে সকালেই মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031