সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২০
প্রতিনিধি/জুড়ীঃঃ
উগ্রবাদ, জঙ্গী, সন্ত্রাস, মাদক, চুরি ও ডাকাতি নির্মূলের লক্ষ্যে জুড়ীতে নৈশকালীণ মোটর সাইকেল মহড়া শুরু করেছে জুড়ী থানা পুলিশ। রবিবার রাত থেকে এ মহড়া শুরু হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার জানান, থানা এলাকায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে নিয়মিত চেকপোস্ট এবং টহল গাড়ীর পাশাপাশি রাত্রিকালীণ মোটর সাইকেল মহড়া চালু করা হয়েছে। সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত বিশেষ টিমের এ টহল চলবে। কোথাও কোন অঘটন ঘটলে উক্ত টিম দ্রুত সেখানে পৌঁছে তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। তাছাড়া মুজিব শতবর্ষ উপলক্ষে গুরুত্বপূর্ন এলাকায় নজরদারী বাড়ানো হয়েছে।