সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাংগার গেট থেকে প্রায় ৮২ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ এক সুইপারকে আটক করেছে ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। আটককৃত সুইপারের নাম আবু সালেহ মুসা।
ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) মো. সোলাইমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ হ্যাংগার গেটসহ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করছিল। নজরদারি ও তল্লাশির একপর্যায়ে আজ সকাল আনুমানিক ৫টায় হ্যাংগার গেট দিয়ে বের হওয়ার সময় আবু সালেহ মুসা নামে বিমানের একজন সুইপারকে আটক করা হয়।
পরে তাকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে পায়ের নিচের অংশে লুকানো ১৪ পিস স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ১ কেজি ৬২৪ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা।
ওই সুইপারকে পুলিশে সোপর্দকরণসহ আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার।