সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
মধু মানুষের জন্য ঈশ্বর প্রদত্ত এক অপূর্ব নেয়ামত। স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর অপরিসীম গুণাবলীর কারণেই একে বলা হয় মহৌষধ। মধু মহৌষধ হলেও তা আহরণ করা সহজ কাজ নয়। মৌচাক থেকে মধু আহরণ করতে গেলে মুহূর্তেই শরীরে হুল ফুটিয়ে দিতে পারে মৌমাছি। তবে এই কঠিন কাজটিই সহজ করে তুলেছে ভারতের পশ্চিমবঙ্গের এক ব্যক্তি।
কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়া খালি গায়ে মধু সংগ্রহের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করে দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছে ‘ডেইলি মেইল’।
ওই ভিডিওটিতে দেখা যায়, একটি বাড়ির ছাদের সঙ্গে ঝুলে থাকা মৌচাকে কিছু একটা তরল জাতীয় পদার্থ ছিটাচ্ছেন সাদা স্যান্ডো গেঞ্জি পরিহিত এক ব্যক্তি। তিনি প্রথমে ওই মৌচাকের পাশে থাকা একটি জানালার পাশে দাঁড়ান এবং হাত দিয়ে মৌমাছি সড়াতে থাকেন।
এরপর এক সময় ওই ব্যক্তি কিছু মৌমাছি তার মাথায় রাখেন এবং তার গেঞ্জির ভেতরে ঢুকিয়ে দেন। কিন্তু এত কিছুর পরেও মৌমাছি তার গায়ে হুল ফোটাচ্ছে না। এমন অদ্ভুত কাণ্ড আগে আর দেখা যায়নি।