সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১
লন্ডন বাংলা ডেস্কঃঃ
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কমলদহ ট্রেইলের অপরিচিত ঝর্ণাগুলোর মধ্যে ছাগলকান্দা ঝর্ণা অন্যতম। অসাধারণ কমলদহ ঝর্ণা ট্রেইলে উপকূলে অবস্থিত ছোট-বড় আরো ৪টি ঝর্ণার সাথে দেখা মিলবে অপরূপ ছাগলকান্দা ঝর্ণার সৌন্দর্য।
যেভাবে যাবেন :-
ঢাকা হতে ছাগলকান্দা ঝর্ণায় যেতে চাইলে প্রথমে চট্টগ্রামগামী বাসে চরে জনপ্রতি ৪০০-১২০০ টাকা ভাড়ায় সীতাকুন্ডের বড় দারোগারহাট বাজারে চলে আসুন। আর ট্রেনে করে যেতে চাইলে সবচেয়ে ভালো হয় ফেনী রেলওয়ে ষ্টেশন নেমে গেলে। ট্রেনের টিকেটের ভাড়া জনপ্রতি ২৩০-৬০০ টাকা। ফেনী রেলওয়ে ষ্টেশন থেকে লোকাল বাসে করে বড় দারোগাহাট বাজারে চলে আসতে পারবেন।
বড় দারোগার হাট বাজার থেকে ঢাকার দিকে এগিয়ে গেলে একটা ইটখোলা পাবেন। এই ইটখোলা পার হয়ে ডানের মাটির রাস্তা ধরে কিছুদুর গেলে ঝিরি পথের দেখা পাওয়া যাবে। মূলত এই ঝিরি ধরেই কমলদহ ঝর্ণার দেখা পাওয়া যাবে। কমলদহ ঝর্ণা পার হয়ে ঝিরি ধরে উপরের দিকে গেলে ছাগলকান্দা ঝর্ণা পৌঁছে যাবেন।
কমলদহ ঝর্ণার উপরে উঠে ছোট একটি ক্যাসকেড পার হয়ে ঝিরি পথে কিছুটা এগিয়ে গেলে সামনে দেখতে পাবেন ঝিরিপথ দুভাগ হয়ে ডান ও বাম দিকে চলে গেছে। প্রথমে হাতের বাম দিকের ঝিরি পথ ধরে এগিয়ে যান। এই ঝিরিপথে গেলে কিছুটা দূর গেলে আবারো হাতের ডানদিকে আরেকটি ঝিরিপথ পাবেন। সোজা ঝিরিপথে একটু এগুলেই ছাগলকান্দা ঝর্ণা দেখতে পাবেন।