দিল্লিতে মুসলিম হত্যা-নির্যাতনের প্রতিবাদে গোবিন্দগঞ্জে মিছিল

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

দিল্লিতে মুসলিম হত্যা-নির্যাতনের প্রতিবাদে গোবিন্দগঞ্জে মিছিল
Spread the love

১৩৭ Views

প্রতিনিধি/ছাতকঃঃ
ভারতের দিল্লিতে মুসলমানদের গণহত্যা, নির্যাতন, মসজিদে অগ্নি সংযোগের প্রতিবাদে ছাতকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিেিকল উপজেলার গোবিন্দগঞ্জে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এসময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে। আনজুমানে আল ইসলাহ ছাতক উপজেলা (উত্তর) শাখার সভাপতি মাওলানা এম এ মতিনের সভাপতিত্বে ও উপজেলা (উত্তর) তালামীযের সহ-সাধারণ সম্পাদক এইচ এম আব্দুল বাছিতের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তি প্রতিবাদ সভায়

 

বক্তব্য রাখেন, কেন্দ্রিয় তালামীযের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ মিনার, গোবিন্দগঞ্জ কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল ফজল ত্বোহা, জেলা তালামীযের অফিস সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, সহ-অফিস সম্পাদক ইসলাম উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, তালামীয সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মতিউর রহমান, সিলেট সদর পশ্চিম উপজেলা সভাপতি রইছ উদ্দিন, ছাতক পৌর সভাপতি জাহিদ হাসান লিটন, ছাতক উপজেলা (উত্তর) তালামীযের সভাপতি আলী আহমদ নাঈম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিব, আল ইসলাহ ছাতক (উত্তর) শাখার সহ-সভাপতি মাওলানা নজমুল হক নসিব, সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ লতিফি, সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করীম, প্রচার সম্পাদক মাওলানা হাবিবুর রহমান বাবলু, তালামীয গোবিন্দগঞ্জ কলেজ শাখার সভাপতি আলী আসগর, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, সুনামগঞ্জ জেলা কাজি সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ, সাবেক তালামীয নেতা মাওলানা অনোয়ার হোসেন জালালী, ছাতক উপজেলা তালামীযের সাবেক সভাপতি কাজি রেজাউল করিম রেজা, রাধানগর দাখিল মাদরাসার শিক্ষক মাস্টার তারেক আহমদ, জসিম উদ্দিন, বিল্লাল আহমদ নয়ন, সুফিনগর দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, ধারণ নতূনবাজার দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল মুমিন, মাওলানা শাহিন আলম, আল ইসলাহ নেতা হাফেজ আশিক উদ্দিন প্রমূখ।

 

এর আগে গোবিন্দগঞ্জ কলেজ জামে মসজিদ এলাকা থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্ট এলাকায় সমাবেশে মিলিত হয়। সভায় শেষে বিক্ষাভকারীরা মোদির কুশপুত্তলিকা দাহ করে আন্তর্জাতিক আদালতে নরেন্দ্র মোদির দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।


Spread the love

Follow us

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031