ছাতকে নারী ও শিশু সহিংসতা প্রতিরোধ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

ছাতকে নারী ও শিশু সহিংসতা প্রতিরোধ শীর্ষক সেমিনার

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যাশনাল টোল ফ্রি হেল্পলাইন (১০৯) ও ওসিসি এর কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক এক সেমিনার মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার পিনাক কান্তি দেবের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাজিব চত্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ছাতক সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, আনসার ভিডিপি কর্মকর্তা মঈন উদ্দিন, এসআই লিটন চন্দ্র রায় প্রমূখ। সেমিনারে বিবাহ-তালাক রেজিষ্ট্রার মাওলানা নুরুল হক, প্রভাষক আব্দুল হামিদ, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, সহ-তথ্য আপা আকলিমা বেগম, মহিলা বিষয়ক কার্যালয়ের লিপি রানী, মাদ্রাসা শিক্ষিকা হালিমাতুজ সাদিয়া, ইমাম মাওলানা নুরুল হকসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30