সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০
জেলা প্রতিনিধি/ সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জের তাহিরপুরে জমি সংক্রান্ত বিরুধে এক যুবককে বুজাং (দাড়ালো অস্ত্র) দিয়ে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষরা। এ সময় সন্তান কে বাঁচাতে পিতা নাসির উদ্দিন এগিয়ে গেলে তাকেও কুপিয়ে রক্তাক্ত করে খুনিরা।
খুন হওয়া যুবকের নাম শহীদ নুর (১৭)। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের টেকেরগাঁও গ্রামের নাসির উদ্দীনের ছেলে। আপন চাচাতো বড় ভাইয়ের হাতে খুন হয় ছোট ভাই শহীদ নুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে টেকেরগাঁও গ্রামের নাছির উদ্দিন ও তার ভাতিজা গোলাম কাদিরের মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একে অপরের বিরোদ্ধে মামলা মোকাদ্দমাও চলছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে নাছির উদ্দিন ও তার ছেলে শহীদ নুর বাজার থেকে বাড়িতে ফিরার পথে হঠাৎ বোজাং (ধারালো অস্ত্র) নিয়ে তাদের প্রতিপক্ষ গোলাম কাদির তার সঙ্গীয়দের নিয়ে বাবা ও ছেলের উপর অতর্কিত হামলা চালায়। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পরে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহীদ নুরকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় শহীদ নুরের পিতা নাছির উদ্দিনক সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সংবাদ পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্ততি চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।