বিশ্বনাথ প্রতিনিধিঃঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের মুফতিরগাঁও গ্রামের এক কিশোর এক মাস ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি হলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। এদিকে দীর্ঘ দিনেও সন্ধান না পওয়ায় হতাশ হয়ে পড়েছেন তার পরিবারের লোকজন।
ওই কিশোরের নাম নাছির উদ্দিন অন্তর (১৩)। সে মুফতিরগাঁও গ্রামের মো. শাহনুর আলীর ছেলে ও স্থানীয় আশার আলো শিশুকেন্দ্রের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
নাছিরের বাবা শাহনুর আলী জানান, গত ২ ফেব্রুয়ারি সকালে আমাদের না জানিয়ে সে ও তার এক সহপাঠী মিজান (১২) সিলেট শিশু পার্কে যায়। পার্কে ঘুরে রাত ৭টায় তারা দু’জন রেল স্টেশনে আসে। এসময় মিজান ক্ষুধার্ত জানালে নাছির তার জন্যে খাবার আনতে গিয়ে আর ফেরেনি। রাতভর অপেক্ষার পর সে না ফেরায়, পরদিন ভোরে বিশ্বনাথে এসে আমাদের এ বিষয়টি জানায় মিজান। পরে আমরা সিলেট ও আত্মীয়দের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাইনি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো সোয়েটার ও সবুজ প্যান্ট। এ ঘটনায় গেল ১৭ ফেব্রুয়ারি সিলেট রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (৫৬৭) করি।
এ ব্যাপারে কথা হলে সিলেট রেলওয়ে পুলিশ স্টেশনের এসআই মিন্টু কান্তি দেব বলেন, জিডির আলোকে ছেলেটির সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।