সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
অন্তরা চক্রবর্তীঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলায় কারিগরি প্রশিক্ষন কেন্দ্র লার্ণিং পয়েন্ট এর ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। দক্ষ জনশক্তি গড়ে তুলতে স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষন ও ইংরেজী ভাষা জানার প্রয়োজনীয়তা নিয়ে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে ওসমানীনগরের গোয়ালাবাজারস্থ হাজি নছিব উল্লাহ মার্কেটে অবস্থিত লার্ণিং পয়েন্ট নামীয় প্রতিষ্ঠানটি।
এরই ধারাবাহিকতায় আগামী কাল বৃহস্পতিবার ৫ মার্চ এসএসসি ও দাখিল বা সমমান পরিক্ষার্থীদের অংশ গ্রহনে লার্ণিং পয়েন্ট গোয়ালাবাজার শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে Easy spoken+computer+ British English শিক্ষা বিষয় ফ্রি সেমিনারের। আগামী বৃহস্পতিবার সকাল ১০:৩০ ঘটিকায় প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে বৃহত্তর সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হবে এ সেমিনারটি।
সেমিনারে কারিগরি প্রশিক্ষনের বিষয়ে অংশগ্রহনকারীদের উৎসাহিত করতে বিজয়ীদেরকে নতুন কম্পিউটার, ফ্রিতে প্রশিক্ষন র্কোস সম্পন্ন করার ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।
উক্ত সেমিনারে প্রধান প্রশিক্ষকের দ্বায়িত্ব পালন করবেন Easy spoken এর উদ্ভাবক বিশ্বনাথ সরকারী কলেজের প্রাক্তন ইংরেজী প্রভাষক লার্ণিং পয়েন্টের প্রতিষ্ঠাতা মো: মঈন উদ্দিন। সার্বিক বিষয়ে নিশ্চিত করে লার্ণিং পয়েন্টের পাবলিক রিলেশন্স অফিসার সহিদুল ইসলাম জানান,দক্ষ জনশক্তি গড়ে তুলাই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্টিত ফ্রি সেমিনারে ওসমানীনগর-জগন্নাথপুর ও বালাগঞ্জসহ সিলেট অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২০২০ সালের এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের উপস্থিত থাকার আহব্বান জানিয়েছেন লাণিং পয়েন্টের গোয়ালাবাজার শাখার পরিচালক মাওলানা মো: আব্দুশ শহিদ।