সিলেট ৯ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
২০১০ সালে শুটিং শুরু হয়েছিল । প্রায় ২ বছর কাজ শেষ হতে সময় লেগেছে। এর ৮ বছর পর সেন্সর বোর্ডে জমা পড়ে মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘সৌভাগ্য’ ছবিটি। আর গত সোমবার এটি বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে।
না কারণে ছবির শুটিং শেষ করতে প্রায় দুই বছরের মতো সময় লেগেছে। এবার আর দেরি করতে চাই না। সব কিছু গুছিয়ে খুব শিগগিরই ছবিটি মুক্তি দিতে চাই।
ডিপজল বলেন, সিনেমায় অসংখ্য ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন গুণী নির্মাতা ।অন্যদিকে মৌসুমীও সফল নায়িকাদের একজন। আমরা দু’জন মিলে বেশ কিছু ছবি দর্শকদের উপহার দিয়েছি। আশা করি, এটিও সবার ভালো লাগবে।
এদিকে, মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে ‘সৌভাগ্য’ নির্মিত হয়েছে। এতে ডিপজল-মৌসুমীর পাশাপাশি আরও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডি জে সোহেলসহ অনেকে।