সিলেট ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় ছুরিকাঘাতে নজরুল ইসলাম মুন্না (২১) নামের এক যুবক খুন হয়েছেন। মুন্না নগরীর চৌকিদেখি এলাকার রফিকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কাজী ইলিয়াস গলির মুখে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন যুবক নজরুল ইসলাম মুন্নাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হামলাকারী কয়েকজনের নামও বের করা হয়েছে, তদন্তের কারণে নাম প্রকাশ করা হবে না।তবে ঠিক কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আসামীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।