৭১ Views
প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ আদেশ দেন তিনি। দন্ডপ্রাপ্ত যুবক আলামিন বাহুবল উপজেলার কচুয়াদি গ্রামের আবুল হোসেন এর ছেলে।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাদেশ্বর গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে খনিজ মাটি রাস্তা সংলগ্ন কৃষি জমি থেকে উত্তোলনের সময় মো. আল আমিন নামে এক যুবককে আটক করা হয়।
বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় আটককৃত যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় ও অভিযানে সার্বিক সহযোগিতা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম।
উল্লেখ্য যে দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী মাটি খেকো চক্র বাহুবল উপজেলার,২নং পুটিজুরী,৩নং সাতকাপন, ৬নং মিরপুর, ৫নং লামাতালী,৪নং বাহুবল সদর ও ৭নং ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে আসছে ঐ চক্রটি।যার ফলে বিনষ্ট হচ্ছে কৃষকের জমি, বায়ু দূষণ হচ্ছে এলাকার পরিবেশ। নষ্ট হচ্ছে সরকারের কোটি কোটি টাকায় নির্মিত রাস্তাঘাট,জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে পথচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের।