সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০
প্রতিনিধি/গোলাপগঞ্জঃঃ
গোলাপগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং দেশের উন্নয়ন অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শবনম শারমিনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার খায়রুল আমিন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, পরিসংখ্যান অফিসার আজিজুল ইসলাম, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সদস্য মুহিব খান, মুক্তিযোদ্ধা চন্দন শুকলো, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক আলী হোসেন, সদস্য ফজলুর রহমান, সাংবাদিক হারিছ আলী, জাহিদ উদ্দিন, ফারহান মাসউদ, গোলাপগঞ্জ কোয়ালিটি স্কুলের ছাত্র-শিক্ষকসহ সূধীজন উপস্থিত ছিলেন।