রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার মুক্তির আবেদন

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার মুক্তির আবেদন

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মুজিববর্ষে মানবিক কারণে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আজ মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ এ আবেদন করেন।

 

আবেদনে ইউনুস আলী আকন্দ বলেছেন, ‘অসুস্থতার কথা বিবেচনা করে সাবেক এ প্রধানমন্ত্রীকে মুক্তি দিতে অনুরোধ করছি। মানবিক কারণে সংবিধানের প্রস্তাবনা, ১১, ৪৮(৩), ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী যেকোনো শর্তে খালেদা জিয়ার সব ধরনের দণ্ড মওকুফ, স্থগিত বা মার্জনার জন্য আরজি জানাচ্ছি।

 

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০১০ সালে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় ২০ জনের দণ্ড মওকুফ করা হয়েছে। এসব বিবেচনা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিলে দেশের মানবাধিকার পরিস্থিতির আরও উন্নতি হবে। আবেদনের কপিটি আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031