সিলেট ২৮শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মে ৮, ২০২২
প্রতিনিধি/জুড়ীঃঃ
আওয়ামী মৎস্যজীবী লীগ জুড়ী উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় স্থানীয় এমজেড কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মুজাহিদ আহমদ।প্রধান বক্তা ছিলেন জেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব অভিনাষ দেব।
আব্দুল হাকিম ইমনের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি,জুড়ী উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক শামছুল ইসলাম,শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক তাজুদ আলী,জুড়ী উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বেলাল হোসাইন, জুড়ী উপজেলা মৎস্যজীবি লীগের সদস্য ইরফান আলী,গোয়ালবাড়ী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আব্দুল কাইয়ূম,কামাল হোসেন প্রমুখ। সম্মেলন শেষে সকলের মতামতের ভিত্তিতে শামছুল ইসলামকে সভাপতি ও নুরুজ্জামানকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।