সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০
কলি বেগম/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে আগুনে পুড়ে গেছে একটি ব্রয়লার মোরগের ফার্ম। সাথে পুড়েছে ফার্মে থাকা ৬ দিন বয়সের এক হাজার মোরগের বাচ্চা। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তা দেখে ক্ষতিগ্রস্ত পরিবারে চলছে আহাজারি। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে।
স্থানীয়রা জানান,শাল্লা উপজেলার ইসলামপুর গ্রামের দিন মজুর মহি উদ্দিন দীর্ঘ প্রায় ২০ বছর ধরে নারিকেলতলা গ্রামে তাঁর শাশুরির বাড়িতে স্বপরিবারে বসবাস করছেন। এর মধ্যে কয়েক বছর ধরে মহি উদ্দিন তার শ^াশুরির বাড়ির পাশে একটি মোরগের ফার্ম গড়ে তুলেছেন। এ ফার্মের আয় দিয়ে চলতো তাদের সংসার।
তবে হঠাৎ করে ১০ মার্চ মঙ্গলবার ভোরে ফার্মে ঘটে অগ্নিকান্ডের ঘটনা। আগুনে পুরো টিনসেড ফার্মটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ফার্মে থাকা ৬ দিন বয়সের এক হাজার মোরগের বাচ্চা ও মোরগের খাদ্য পুড়েছে। তা দেখে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার আহাজারি করছেন।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ফার্মের মালিক মহি উদ্দিন বলেন, এ ফার্মের আয় দিয়ে চলতো আমার সংসার। ফার্মটি পুড়ে যাওয়ায় পথে বসে গেছি। কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। তবে কিভাবে আগুন লেগেছে জানি না। এতে সব মিলিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ফার্মটি কিছু সময়ের মধ্যে পুড়ে যায়। ফার্মের সাথে আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও একমাত্র আয়ের উৎস পুড়ে গেল।