সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০
প্রতিনিধি/জুড়ীঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলাতে চলছে মাস্ক সংকট। কাপড়ের দোকান বা ফার্মেসী কোথাও মাস্ক নেই। করোনা আতঙ্কের চেয়ে মাস্ক সংকট জুড়ীতে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশংকা করা হচ্ছে।
মঙ্গলবার শহরের সকল ফার্র্মেসী ও কাপড়ের দোকান ঘুরে দেখা যায় কোথাও মাস্ক নেই। কাপড় ব্যবসায়ী আমাদের ফ্যাশনের মালিক তারেক আহমেদ বলেন, ঢাকা থেকে এক ডজন মাস্ক এনেছিলাম ৪৫০টাকা দরে। সে মাস্ক এখন ঢাকায় পাইকারী আড়াই থেকে তিন হাজার টাকা, তাও পাওয়া যাচ্ছেনা। পাইকারী কাপড় ব্যবসায়ী ছবির চৌধুরী বলেন, দেশে কাপড়ের তৈরি সাধারণ মানের মাস্ক আমরা যেটা পাইকারী ৯টাকা দরে বিক্রি করতাম, সেটা ঢাকায় সীমিত আকারে ৭০/৮০টাকা পাইকারী বিক্রি হচ্ছে। ভালমানের মাস্ক ১৫০/২০০টাকা।
কিন্তু সরবরাহ নেই বললেই চলে। আলী ফার্মেসীর মালিক মাহবুবুর রহমান জানান, ঢাকার কয়েক সেল্সম্যান জুড়ীতে মাস্ক সরবরাহ করত। করোনা ভাইরাস ছড়ানোর পর থেকে ওরা আর মাস্ক নিয়ে আসছে না। জালালাবাদ ফার্মেসীর সমীর উদ্দিন অভিযোগ করেন, মাস্ক মুলত চীন থেকে আমদানী হয়। ঢাকার আমদানী কারকগণ মাস্ক মজুদ করে সরবরাহ কমিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন। তাছাড়া দেশীয় গার্মেন্টস ব্যবসায়ীদের উৎপাদিত মাস্ক একই ভাবে সরবরাহ কমিয়ে দাম বাড়ানো হয়েছে।