সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
জনপ্রিয় কণ্ঠশিল্পী কেটি পেরি ও অভিনেতা অরলান্ডো ব্লুম গত বছর বিশ্ব ভালোবাসা দিবসে বাগদান সারেন। শিগগিরই তারা বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বলে জানা গেছে। এর আগে সুখবর নিয়ে হাজির হয়েছেন কেটি পেরি। গায়িকা জানালেন মা হতে চলেছেন তিনি।
সম্প্রতি কেটির ‘নেভার ওর্ন হোয়াইট’-এর মিউজিক ভিডিওতে তাকে গর্ভবতী অবস্থায় দেখা যায়। এরপর এক টুইটার বার্তায় মাতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছেন কেটি নিজেই। এর আগে কেটি ইনস্টাগ্রামে সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি ইঙ্গিত করে বলেছিলেন, তার অ্যালবাম মুক্তির সময়ে নবজাতক আলোর মুখ দেখবে।
কেটি পেরি বলেন, ‘সম্ভবত সবচেয়ে বেশি সময় গোপন রাখতে পেরেছি আমার মা হওয়ার খবর। আমি জানাতে দেরি করলেই এরই মধ্যে আপনারা জেনেছেন খুশির খবরটি। এই গ্রীষ্মে অনেককিছু হতে যাচ্ছে। আমরা অনেক খুশি।
ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে ২০১০ সালে ভারতে বিয়ে করেছিরেন কেটি পেরি। তাদের ৯ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। তবে বিয়ের ২ বছর পরই তাদের বিচ্ছেদ হয়। এরপর গত বছর অরলান্ডো ব্লুমের সঙ্গে বাগদান সেরেছেন এই গায়িকা। এবার দ্বিতীয় স্বামীর সন্তানের মা হতে যাচ্ছেন কেটি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |