সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
দেশে করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় ‘যদি…কিন্তু…তবুও’ ওয়েব ফিল্মের শুটিং বন্ধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক শিহাব শাহীন। তিনি বলেন, ‘আজ থেকে উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। আমরা সকল প্রস্তুতি নিয়ে রেখেছিলাম।
গতকাল সকাল পর্যন্তও সবকিছু চূড়ান্ত ছিল। কিন্তু বিকেলে ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভ থেকে আমাকে শুটিং পিছিয়ে দিতে বলা হয়েছে। কারণ এতে ভারতের কিছু টেকনিশিয়ান কাজ করবেন। শুটিংয়ে জি-ফাইভের কয়েকজন কর্মকর্তারও আসার কথা ছিল।
তিনি আরও বলেন, ‘দেশের করোনাভাইরাসের পরিস্থিতিতে তারা এখন বাংলাদেশ ভ্রমণ নিরাপদ মনে করছেন না। তারা জানিয়েছে, আগামী ১৫ দিনের জন্য শুটিং বন্ধ রাখতে। তাই আপাতত আমরা শুটিংয়ে যাচ্ছি না।
এদিকে, ‘যদি…কিন্তু…তবুও’ ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এটি নির্মিত হচ্ছে ভারতীয় ভিডিও স্ট্রিমিং সাইট জি-ফাইভ’র জন্য। রোমান্টিক-কমেডি ঘরানার এই ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিয়ার পাশাপাশি আরও অভিনয় করবেন তারিক আনাম খান, সাফায়েত মনসুর রানা প্রমুখ।