সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
মুজিব বর্ষ উপলক্ষে একটি নৈবেদ্য নামের বিশেষ টেলিছবি নির্মাণ করেছেন মো. সিহানুর রহমান । আগামীকাল ১৩ মার্চ প্রকাশ করা হবে এর প্রোমো। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, তারিক আনাম খান, রওনক হাসানসহ আরও অনেকে। এরই মধ্যে টেলিছবিটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে নৈবেদ্যর প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল লাইফ ফিল্মসের ফেসবুক পাতায়। প্রোমোও আসবে সেখানে, যা থেকে জানা যাবে টেলিছবিটির মুক্তির তারিখ।
নৈবেদ্য কোনো টিভি চ্যানেলে নয়, এর উন্মুক্ত প্রদর্শনী হবে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্থানে। টেলিছবির নির্মাতা মো. সিহানুর রহমান জানান, তাঁর এই প্রযোজনা মা, মানবতা ও মুক্তিযুদ্ধকে উপজীব্য করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তরুণদের ত্যাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া এবং সেই সময়ের সংগ্রামের আখ্যান নিয়ে এই টেলিছবি। তাই তিনি প্রত্যাশা করছেন এটি দেশের বিভিন্ন শ্রেণির দর্শকের কাছে পৌঁছে দিতে।