কমলগঞ্জে ওরসের নামে অশ্লীল নাচ ও রাতভর গাঁজার আসর

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০

কমলগঞ্জে ওরসের নামে অশ্লীল নাচ ও রাতভর গাঁজার আসর
১৯০ Views

সালাহ্উদ্দিন শুভ,কমলগঞ্জঃঃ

চলমান করোনা ভাইরাস সংক্রমণে সরকারি সতর্কতার মাঝে সর্বত্র জমায়েত নিষিদ্ধসহ সকল আনুষ্ঠানিকতা কাটছাট করার নির্দেশনা ছিল। এ নির্দেশনার মাঝেও মাজারে ওরসকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর হযরত মফিজ উদ্দিন শাহ (রঃ) এর মাজারে বৃহস্পতিবার (১২ মার্চ) হাজারো মানুষের ভিড়ে রাতভর অশ্লীল নাচ গান ও গাঁজার আসর বসানো হয়েছিল। মানা হয়নি সরকারি কোন নির্দেশনা।

এসব আসরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা গাঁজা সেবনে মেতে উঠে। সাথে সাথে নারীরা অশ্লীল নাচ গান পরিবেশন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ভিডিওতে গাঁজা ও নৃত্যের দৃশ্য দেখা যায়। প্রকাশ্যে রাতে গাঁজা সেবন চললেও আয়োজক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বিকার ছিলেন।

জানা যায়, প্রতিবছরের ন্যায় কমলগঞ্জ উপজেলার শমশেনরনগর এলাকায় অবস্থিত হযরত মফিজ উদ্দিন (র:) শাহর মাজারে দুইদিন ব্যাপী বার্ষিক ওরস মোবারক গত বৃহস্পতিবার শুরু হয়। স্থানীয় আয়োজকরা বার্ষিক ওরসে কোন ধরনের মাইক, গান-বাজনা নিষিদ্ধ ঘোষনা করলেও ওরসের দিন দেখা যায় মাজারের বিভিন্ন পাশে গানের কাফেলা বসানো হয়।

 

সেই কাফেলায় চলে নারী পুরুষের যৌথ অশ্লীল নৃত্য। পাশাপাশি বসানো হয় গাঁজার আসর। চারদিকে মাদক সেবনকারীরা বসা আর মহিলা গান গাইছে। গান শুনে গাঁজা সেবন করছে মাদক সেবীরা। ৩/৪টি কাফেলায় প্রকাশ্যে গাজাঁর আসর বসানো হয়। কাফেলাগুলোতে মানুষের ভিড় জমে। উঠতি বয়সের যুবকরাও গাঁজার সেবন করতে দেখা যায়। রাতভর চলে গাঁজার আসর। মাদকের আড্ডা বসলেও স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোন ভূমিকা পালন করতে দেখা যায়নি।

 

এ ব্যাপারে হযরত মফিজ উদ্দীণ (রাঃ) শাহ-র ওরস কমিটির সভাপতি ইউসুফ মিয়ার সাথে মুঠোফোনে (০১৭৩২-৮১৩১৬১) যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি।

 

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, আসলে ওরসের মাঝে কিছু গাঁজা সেবনকারী লোক থাকতে পারে। পুলিশ আইন শৃংখলা রক্ষায় ব্যস্ত ছিল। বিশাল ওরস আমাদের দেখলভাল করতে কষ্ট হয়। হয়তো মাজারের পাশে বসেছিল। পুলিশের নজরে বিষয়টি আসলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতো।

Spread the love

Follow us

আর্কাইভ

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930