সিলেট ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
অসম্প্রদায়িক ধর্ম চর্চ্চার পথিকৎ মহান চরিত্র গঠন আন্দোলনের স্বপ্নদষ্ঠা শ্রী শ্রী স্বামী স্বরুপানন্দ পরমহংস দেবের অযাচক আশ্রম বাংলাদেশের তত্বাবধানে সারাদেশের অবহেলিত সুবিধা বঞ্চিতদের কল্যানে কাজ করছেন ১৪৫টি অখন্ডমন্ডলীর সদস্যরা। যার ধারাবাহিকতায় মানুষ মানুষের জন্য,মানবতাই পরম ধর্ম ওই নীতি আদর্শে হবিগঞ্জের মাধবপুরে অখন্ড উৎসব,মন্দিরের উদ্ধোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
স্বামী স্বরুপানন্দ পরমহংস দেবের শুভ আবির্ভাবকে ঘিরে নয়াপাড়া-জগদীশপুর অখন্ড উপসনা মন্দিরের সেবক-সেবিকাদের আয়োজনে শুক্রবার মাধবপুরের সায়হাম নগর অমল মাষ্টারের বাড়ির প্রাঙ্গনে নবনির্মিত মন্দিরের উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,অযাচক আশ্রম বাংলাদেশের প্রধান ডাঃ শ্রীমৎ যুগল ব্রম্মচারী।
বিশেষ অতিথি ছিলেন,মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, অযাচক আশ্রমের বোর্ড ট্রাষ্ট্রিজ চেয়ারম্যান নির্মল ব্রম্মচারী, অযাচক আশ্রমের মৌলভীবাজার জেলার সভাপতি অজিত কুমার দাশ ও সাধারণ সম্পাদক প্রীতি রঞ্জন আচার্য্য।
হবিগঞ্জ জজ কোর্টের আইনজিবি মনোজিত লাল দাশের সভাপতিত্বে ও সিলেট জেলা পুলিশের ইন্সপেক্টর শ্যামল বনিকের সার্বিক পরিচালনায় বক্তারা বলেন,অসম্প্রদায়িক স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সমাজের সুবিধা বঞ্চিতদের খাদ্য,বস্ত্র,শিক্ষা ও বাসস্থান সৃষ্টিতে কাজ করছে খন্ডমলীর সদস্যরা।ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উন্নত চরিত্রগঠন ও মানব জীবনের কল্যাণকর কাজের ওপর স্বামী স্বরুপানন্দ পরমহংসদেব’র অমূল্য সুস্পষ্ট বানীর বাস্থবায়ন অখন্ড মন্ডলির মূল লক্ষ্য। দেশের অবহেলিত নারীদের ভরনপোষন জড়ে পরা শিক্ষার্থীর নিয়ে অযাচক আশ্রমের বাস্থবায়িত মানবিক কার্যক্রমগুলো সর্বক্ষেত্রে হচ্ছে প্রশংসনীয়।
বক্তব্য রাখেন,নয়াপাড়া আওয়ামীলীগের সভাপতি কামাল হোসেন জিতু,ইউপি চেয়ারম্যান সৈয়দ জাবেদ আলী,সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টর অলক দাস, ব্যবসায়ী উদয় শংকর পাশ,ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন পাঠান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত লোকজনের হাতে মানব জীবনের কল্যাণে স্বামী স্বরুপানন্দ পরমহংসদেব’র প্রণীত গ্রন্থাবলী তুলে দেন আয়োজকরা।
অনুষ্ঠান শেষে কন কনে শীতে অখন্ড মন্ডলীর পক্ষ থেকে কম্বল পেয়ে খশি মনে বাড়ি ফিরেন শতাধিক অসহায় শীতার্তরা।