সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামে। সংঘর্ষে আহতরা হলেন, সুরুজ মিয়া (৬০), লেখন মিয়া (৩৫), হেলাল মিয়া (২৮) ও দিলাল মিয়া (৩০)। এর মধ্যে গুরুতর আহত সুরুজ মিয়া ও লেখন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, ১৭ মার্চ মঙ্গলবার বাড়ির জায়গা নিয়ে কুবাজপুর গ্রামের সুরুজ মিয়া ও দিলাল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দিলাল মিয়ার লোকজনের হামলায় সুরুজ মিয়ার কান কেটে যায় বলে অন্য আহতরা জানান।