সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০
প্রতিনিধি/কমলগঞ্জঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল পালিত হয়েছে। কমলগঞ্জ প্রেস ক্লাবের কার্যালয়ে কেক কাটার সময় এক আনন্দঘন মহুর্তের সৃষ্টি হয়। সবাই “শুভ শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন” এই স্লোগানে মুখরিত হয়ে উঠে কমলগঞ্জ প্রেস ক্লাবের কার্যালয়। ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ও প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা শুরু করা হলে বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে উপস্থিত বক্তারা আলোচনা করেন।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন গুলো পূরন করতে আমাদের সবাই মিলে কাজ করতে হবে। প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিতরায় বলেন, বঙ্গবন্ধু আমাদের গর্ব,বঙ্গবন্ধুর আমাদের অহংকার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের মাধ্যমে আজ এক নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে বাংলাদেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক প্রেসক্লাব সভাপতি এম,এ ওয়াহিদ রুলু,সহ-সভাপতি শাব্বির এলাহী,সাবেক সম্পাদক শাহিন আহমেদ,দপ্তর সম্পাদক আর কে সৌমেন,সদস্য পিন্টু দেবনাথ,আহমেদুজ্জান আলম,নিরমল এস পলাশ,মোনায়েম খান,সালাহউদ্দিন শুভ, আব্দুল বাছিত খান,হৃদয় ইসলাম, আব্দুল হাই ইদ্রিসী প্রমূখ। আলোচনা শেষে উপজেলা মসজিদের ইমাম এনাম উদ্দিনের মাধ্যমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।