সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
মরণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ বুধবার প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আইইডিসিআর’র পরিচালক জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে একজন মারা গেছেন। তার বয়স ৭০ বছরের বেশি। তিনি বিদেশে যাননি। অন্য কারও কাছ থেকে তিনি সংক্রামিত হয়েছেন।
এই কর্মকর্তা আরও জানান, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও চারজন, তাদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ। দেশে করোনাভাইরাসে আক্তান্ত মোট রোগীর সংখ্যা এখন ১৪।
গত ২৪ ঘন্টায় ৪৯ এবং মোট ৩৪১ জনের পরীক্ষা করা হয়েছে। সন্দেহজনক ধরে আরও ১৬ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।