সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
কলি বেগম/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘ ৪ বছর পর ঘোষগাঁও সেতুর এপ্রোচ সড়কের কাজ শুরু হওয়ায় জনমনে স্বস্তি বিরাজ করছে। গত ৪ বছর আগে নলজুর নদীর উপর ঘোষগাঁও সেতু নির্মাণ হলেও সেতুর এপ্রোচ সড়ক হয়নি। জায়গার মালিকানা সংক্রান্ত জটিলতার কারণে এপ্রোচ সড়ক না হওয়ায় বিকল্প ভাঙ্গাচোরা সড়ক দিয়ে জীবনের ঝুকি নিয়ে কোন রকমে যানবাহন চলাচল করে আসছে। এতে জন ভোগান্তি চরমে পৌছে।
অবশেষে দীর্ঘ ৪ বছর পর সেই এপ্রোচ সড়কে মাটি ভরাট কাজ শুরু হয়েছে। ২৭ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে জগন্নাথপুর এলজিইডির অধীনে ২০৫ মিটার ইট সলিং এপ্রোচ সড়কের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেরিনা কনস্ট্রাকশন কোম্পানী লিমিটেড। ১৯ মার্চ বৃহস্পতিবার ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা মামুন আহমদ বলেন, আশা করছি আগামী এক মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় কাজ শুরু হয়েছে।