সিলেট ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সফিনা আক্তার শেফা (২৬) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার চিলাউড়া-রসুলপুর গ্রামের সুজাত মিয়ার স্ত্রী। এছাড়া টিনা বেগম (২৫) নামের আরেক গৃহবধু আত্মহত্যার চেষ্ঠা করেছেন। তিনি উপজেলার বালিকান্দি গ্রামের সুজন মিয়ার স্ত্রী।
পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১৯ মার্চ বৃহস্পতিবার গৃহবধু সফিনা আক্তার শেফা তাঁর মামার বাড়ি বাউধরণ গ্রামে বেড়াতে গিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। জগন্নাথপুর থানার এসআই মির্জা শাফায়েত বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে-আরেক গৃহবধু টিনা বেগম বিষপানে আত্মহত্যার চেষ্ঠা করেছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।