সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় ২০ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জগন্নাথপুর উপজেলায় ৫১৫ জন প্রবাসী দেশে অবস্থান করার তথ্য পাওয়া গেছে ।
এদের মধ্যে সম্প্রতি যারা দেশে এসেছেন , স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। এছাড়াও ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নরে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য কর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করে করোনাভাইরাস সনাক্ত করণের কাজ চলছে। তবে এখন পর্যন্ত কোন ভাইরাস সনাক্ত হয়নি।
অপরদিকে ইউএনও মাহ্ফুজুল আলম মাসুম জানান, বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এবং প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজ্ঞপ্তিটি মাইকিং করে নাগরিকদের অবগত করেছেন। প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রবাসে বসবাস করছেন। এদের মধ্যে অনেকেই দেশে ফিরেছেন।
করোনা প্রতিরোধে জন সচেতনতার জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দেশে আসা প্রবাসীদের হোমকোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।