প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
মুজিববর্ষ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা সদরের বিভিন্ন স্থানে থাকা ময়লা-আবর্জনার স্তুপে থানা পুলিশের উদ্যোগে জীবানুনাশক কীটনাশক প্রয়োগ করা হয়েছে। শনিবার দুপুরে কীটনাশক প্রয়োগ করার পর সাধারণ মানুষের মাঝে করোনাভাইরাস সম্পর্কে সচেনতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসার সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান। উপজেলা সদরের নতুন-পুরাণ বাজার ও কালীগঞ্জ বাজারের লিফলেট বিতরণ করা হয়।
জীবানুনাশক কীটনাশক প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা। অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য আবুল কাশেম, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, জেলা ধ্রুবতারার সভাপতি আবদুল বাতিন প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।