মৌলভীবাজারে ‘অপারেশন হিলসাইড’-পরিচয় জানা গেল আটককৃতদের

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

Spread the love

৪০ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ
মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রায় সাড়ে ৪ ঘণ্টা অভিযান শেষে বাড়িটি থেকে ১৩ জনকে আটক করেছে সিটিটিসি।

 

অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান। তিনি জানান, আটককৃতদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু রয়েছে।

আটকৃকতরা হলেন- সাতক্ষীরার দক্ষিণ নলতা গ্রামের ওমর আলীর ছেলে শরীফুল ইসলাম (৪০), কিশোরগঞ্জের ইটনা থানার কানলার আবুল কাশেমের ছেলে হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (২২), খায়রুল ইসলামের স্ত্রী মেঘনা (১৭) ও তার মেয়ে আবিদা (১২ মাস), সিরাজগঞ্জের কাজীপুরের মাইজবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে রাফিউল ইসলাম (২২), পাবনার আটঘরিয়া থানার শ্রীপুর গ্রামের মজনু মল্লিকের মেয়ে শাপলা বেগম (২২) ও তার মেয়ে জুবেদা (১৮ মাস) এবং ছেলে হুজাইফা (৬), নাটোরের চাঁদপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে মাইশা ইসলাম (২০), বগুড়ার শরিয়াকান্দির আব্দুল জলিলের মেয়ে মোছা. সানজিদা খাতুন (১৮), সাতক্ষীরার তালা থানার দক্ষিণ নলতা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী আমিনা বেগম (৪০) ও তার মেয়ে মোছা. হাবিবা বিনতে শফিকুল (২০)।

 

এই সাড়ে ৪ ঘণ্টা অপারেশনটির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইড’। অভিযানে ৩ কেজি বিস্ফোরক, হাই এক্সক্লোসিভ ৫০টি ডেটোনেটর, নগর ৩ লাখ ৬১ হাজার টাকা ও জঙ্গি প্রশিক্ষণ সামগ্রিক ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে বলেও জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, আটক নারী-পুরুষরা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামক জঙ্গি সংগঠনের সদস্য। বাংলাদেশে সংগঠনটি নতুন কার্যক্রম শুরু করেছে।

 

কুলাউড়া থানা ও পুলিশ সূত্রে জানা যায়, ২৫ লাখ টাকা দিয়ে জায়গা কিনে আস্তানা বানিয়েছে জঙ্গিরা। মাস খানিক আগে ওই টিলায় ১২ জন বহিরাগত লোক এসে বাড়ি বানিয়ে বসবাস শুরু করে। তারা ওই এলাকায় অপরিচিত।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে সীমান্তবর্তী পূর্ব টাট্টিউলি গ্রামের ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সিটিটিসি ও সোয়াট টিমের সদস্যরা অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে।


Spread the love

Follow us

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031