সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০
প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
সিলেটের বালাগঞ্জে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৭০ জন প্রবাসী নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেয়া তথ্য অনুযায়ী বালাগঞ্জ থানা পুলিশের অনুসন্ধানে কোয়ারেন্টাইনযুক্ত সকল প্রবাসীদরে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭০ প্রবাসীর নামের তালিকা থানা পুলিশের নিকট আসার পর থেকে এই সব প্রবাসীদের খোঁজ নিতে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করে থানা পুলিশ।
এদিকে, করোনা ভাইরাস আক্রান্তদের জন্য বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ৫ টি বরাদ্ধ করে রাখা হয়েছে রাখা হয়েছে বলে জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.এস এম শাহরিয়ার। তিনি বলেন, বালাগঞ্জ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীরা যদি করোনা ভাইরাস সংক্রমন হন তাহলে তাদের উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে আইসোলেশনে রাখার জন্য ৫ টি সিট খালি রাখা হয়েছে। এছাড়া আমরা প্রত্যোক প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে সার্বিক খোঁজ খবর নিচ্ছি। এখন পর্যন্ত বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় কোনো ব্যাক্তি করোনা আক্রান্ত হননি।