সিলেট ২৪শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০
প্রতিনিধি/বালাগঞ্জ
বালাগঞ্জে হোম কোয়ারান্টাইন সংক্রান্ত সরকারি নির্দেশনা না মানায় ৩ প্রবাসীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে বালাগঞ্জ সদর ও বোয়ালজুড় ইউনিয়নে অভিযান চালিয়ে হোম কোয়ারান্টাইন সংক্রান্ত সরকারি নির্দেশনার আলোকে মনিটরিং করার সময় হোম কোয়ারান্টাইন সংক্রান্ত নির্দেশনা না মানায় ১ প্রবাসীকে ১০ হাজার টাকা ও অপর ২ প্রবাসীকে ৫ হাজার টাকা করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ। বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।