ছুটি বাতিল হলো, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

ছুটি বাতিল হলো, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের

লন্ডন বাংলা ডেস্কঃঃ

করোনা ভাইরাস প্রতিরোধে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা- কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। আজ রবিবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা প্রদানের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ দেয়া হলো।

 

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪জন। মারা গেছেন দুজন।

Spread the love