সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামে বাড়ির সীমানা দেয়াল নির্মাণে বাধা প্রদান নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, চিলাউড়া মাঝপাড়া গ্রামের আবদুল মন্নান নামের এক ব্যক্তি তাঁর বাড়ির সীমানা দেয়াল নির্মাণ কাজ শুরু করলে একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সাজ্জাদ মিয়ার পক্ষে তার চাচাতো ভাই ফরুক মিয়া ও তার লোকজন বাধা প্রদান করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় শালিসি ব্যক্তিদের দ্বারস্থ হলেও সমাধান হয়নি। অবশেষে খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে জগন্নাথপুর থানা পুলিশ দেয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।