মৌলভীবাজারে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

মৌলভীবাজারে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধিঃঃ
ঔষধ বিপনী ছাড়া মৌলভীবাজারের সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ ঘোষণার নির্দেশ দিয়েছে প্রশাসন। রবিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ঘোষণা জারি থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

 

জেলা প্রশাসক বলেন, শ্রম আইন অনুযায়ী রাত ৮টা পর দোকানপাট বন্ধ থাকার কথা বলা আছে, সেটাই আমরা বলবৎ করছি। করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় এটা আরো বেশি জরুরি। এ ব্যাপারে আজ শহরে মাইকিং করে জনগণকে জানিয়ে দেওয়া হয়েছে।

 

তিনি জানান, জেলা প্রশাসন থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। এছাড়া কেউ যেন দ্রব্যমূল্যের অধিক দাম না রাখেন, সেজন্য সচেতন করা হবে। দ্রব্যমূল্যের দাম যাতে কেউ না বাড়ায় সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। নিজেদের জন্যই বিদেশফেরত প্রবাসীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে মানতে বলেন জেলা প্রশাসক। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30