সন্তানসম্ভবা বিপাশা

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

সন্তানসম্ভবা বিপাশা

বিনোদন ডেস্কঃঃ

কিছুদিন আগে সোনম কাপুরের মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এখন খবর এলো, বলিউডের সেক্স সিম্বল তারকা বিপাশা বসুও নাকি সন্তানসম্ভবা।যদিও এ ব্যাপারে বিপাশা এবং তার স্বামী করণ সিং গ্রোভারের তরফ থেকে কোনো বার্তা আসেনি।

 

সম্প্রতি মুম্বাই পাপারাৎজি যতবারই বিপাশাকে লেন্সবন্দি করেছে, প্রত্যেকবারই তাকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে। পাশাপাশি জানা গেছে, বিপাশা এখন কোনো শুটিং করছেন না। এখন বাড়িতেই বেশিক্ষণ সময় কাটাচ্ছেন। এসব কারণে বি টাউনে ছড়িয়েছে তার মা হওয়ার গুঞ্জন।

 

এর আগেও বিপাশার প্রেগনেন্সির খবর শোনা গিয়েছিল। সে সব জল্পনা উড়িয়ে বিপাশা বলেছিলেন, ‘মা হওয়া একটা দারুণ অনুভূতি। যে দিন হব, সকলকে জানিয়ে দেব।’ দেখা যাক, সত্যিই তিনি এ নিয়ে মুখ খুলেন কী না।প্রসঙ্গত, ২০১৬ সালে করণ আর বিপাশার বিয়ে হয়। বিয়ের পরে নায়িকা একটি মাত্র ছবিতেই কাজ করেছেন।

Spread the love