আ.লীগকে যত বার ভোট দিয়েছেন উন্নয়ন হয়েছ

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৪

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান প্রতিমন্ত্রী সিলেট জেলা আওয়ামী-লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগকে যত বার ভোট দিয়েছেন উন্নয়ন হয়েছ। সত্তরের নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিহাত্তরে ভোট দিয়েছেন সংবিধান হয়েছে।

 

 

আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসছে দেশের অভূতপূর্বক উন্নয়ন হয়েছে। যার সুফল ভোগ করছেন দেশের জনগন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তর হচ্ছে। বিএনপির আমলে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত ছিলাম। এখন আমরা সব সুবিধা ভোগ করছি। শিক্ষার্থীরা বিনামূলে বই, শিক্ষা বৃত্তি ও বিদ্যালয় মাদ্রাসায় আধুনিক ভবন নির্মান করছে সরকার। প্রধনমন্ত্রী এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে কমিউনিটি ক্লিনিকসহ উপজেলা স্বাস্থ্য-কম্পেক্স নির্মান করেছেন। গ্রামের মানুষ যাতে শহরের সুবিধা পায় সেই লক্ষে রাস্তা ঘাট ও বিদ্যুওতর উন্নয়ন করেছেন।

 

 

শুক্রবার রাতে সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

তিনি আরো বলেন, এই উপজেলার সিমান্তবর্তী বল্লভপুরের দূর্দশা আমি দেখেছি। আমি সেখানে গিয়েছি। এলাকাটি একটি দ্বিপের মত। এখানে বসবাসরত মানুষের যাতায়েতর অনেক সমস্যা রয়েছে। বর্ষায় নাও হেমন্তে পাও নিয়ে চলাচল করা এই অঞ্চলে ব্রিজ ও রাস্থাঘাটের উন্নয়নের প্রয়োজন। আমি বল্লভপুরের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাবো।

 

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনহার মিয়া দেশে এসছেন। নৌকার বিজয় সুনিশ্চিত করতে আপনাদের নিয়ে কাজ করেছেন। তিনি দির্ঘ দিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন। প্রবাসে থাকলেও এই এলাকার উন্নয়নে তিনি সচেষ্ট রয়েছেন।

 

যুক্তরাজ্য প্রবাসী আনা মিয়া ও তার সহধমির্ণী রওশনারা বেগমের আয়োজনে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এড. নাসির উদ্দিন খান।

 

 

প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউ‘কের সাবেক চেয়ারম্যান ও লন্ডন মহানগর অওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৈলনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদুর রহমান,  জেলা আওয়ামী লগের স্বাস্থ্য বিসয়ক সম্পাদক ডাঃ শাকির আহমদ শাহীন, যুক্তরাজ্য আওয়ামী লীগের গনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আব্দাল মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক ও তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল বাশার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুফাচ্ছির আহমদ মনুর, সাধারণ সম্পাদক আকছার আহমদ। ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাজ্জাদ মিয়া পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, সায়েদ হোসেন।

 

 

সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভন্নি শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031