সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে শনিবার বিকেল তিনটার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকারকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল হাই তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ ।
বিলকিসের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল করিম, যুগ্ম সাধারণসম্পাদক নজরুল ইসলাম শেফু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর প্রমুখ।
অনুষ্ঠানে নির্বাচিত সংসদ সদস্যকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দেওয়া হয়। গণসংবর্ধনা শেষে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।