সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ জগন্নাথ জিউড় মন্দির কমিটির উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অষ্টপ্রহর লীলা কীর্ত্তন সহ ৪ দিন ব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে।
এ উৎসব সফলের লক্ষ্যে শুক্রবার রাণীগঞ্জ বাজারে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
রাণীগঞ্জ জগন্নাথ জিউড় মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধনেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মন্তোষ রায় মলয়, সহ-সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রাজিব তালুকদার, কোষাধ্যক্ষ কমল রায় প্রমূখ। এ সময় সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।