সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নে-৬ নং ওয়ার্ডের আন্তর্গত সিকন্দরপুর গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর যুব সমাজের পক্ষ থেকে সিকন্দরপুর গ্রামে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন, টানা দুই বারের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া এবং টানা তিন বারের ইউপি সদস্য ও প্যানাল চেয়ারম্যান মাহফুজুল হক আকলু।
সমাজ সেবী ওয়াহিদুর রহমানের পরিচালনায় এবং ইউপি সদস্য মাহফুজুল হক আকলুর সভাপতিত্বে বক্তারা বলেন, বিগত ১০ বছরে উপজেলার সীমান্তবর্তী উমরপুর ইউনিয়নের অভ’তপূর্বক উন্নয়ন হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়ার প্রচেষ্টায় রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়নে উমরপুর এখন মডেল ইউনিয়নে রূপান্তরিত হয়েছে। বিগত সময়ে হাওর বেষ্টিত অবহেলিত এই ইউনিয়ন বর্তমানে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উমরপুর ইউনিয়কে স্মার্ট ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।
সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সচিব কৈলেন্দ্র কুমার দাশ, সমাজ সেবী হাজী রফিক মিয়া, হাজী ফয়জুল হক, রফা মিয়া, ফজলু মিয়া, চাঁন মিয়া, আব্দাল মিয়া, মাখন মিয়া, সাইদুল হক, শফিকুল ইসলাম, রফু মিয়া, যুবলীগ নেতা অজিত সূত্রধর, ইউপি সদস্য হুসনা খাতুন, বদরুল আলম লেবু, সহিদ আলী, চেরাগ আলী, মাসুদুর রহমান, আব্দুল ছালিক, আব্দুল মুকিত, সেলিম আহমদ।
এছাড়া যুবসমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মুরশেদ আহমদ, শিবলু মিয়া, উজ্জল মিয়া, আক্কাস আলী, শাহ আলম, সাহেল মিয়া, টিটু আহমদ, রুমেল আহমদ, ইসতিহাক আহমদ, মখদ্দছ আলী প্রমুখ।
পরে ২০২৩-২০২৪ অর্থ বছরের বিশেষ বরাদ্ধে ১২ লক্ষ টাকা ব্যায়ে গার্ড ওয়াল, সীমানা প্রাচীর ও পাকা রাস্থাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সোহান আহমদ ও দোয়া পরিচালনা করেন, সিকন্দরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হাফিজ শরিফ উদ্দিন।