সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি হোম কোয়ারেন্টিনে আছেন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ মার্চ কক্সবাজার সদর হাসপাতালে মুসলিমা খাতুন নামে যে নারীর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, তার চিকিৎসার তত্ত্বাবধানে ছিলেন ইউএনও’র স্বামী ডা. মো. ইউনুছ।
জানা যায়, মঙ্গলবার ওই নারীর করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর ডা. মো. ইউনুছ কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন এবং সতর্কতা অবলম্বন ও করোনা ভাইরাস থেকে প্রতিকার পেতে ইউএনও সাদিয়া আফরিন কচি হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে পুরো নাইক্ষ্যংছড়ি জুড়ে লকডাউন ঘোষণা করা হয়। বুধবার বিকালে হাসপাতাল সূত্রে জানতে পারি, ইউএনও কোয়ারেন্টিনে আছেন।