জাল টাকা ও রুপিসহ র‍্যাবের জালে একজন

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৪

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বিপুল পরিমাণ  জাল টাকা ও ভারতীয় রুপিসহ ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

 

 

 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল থানাধীন রুস্তমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃত যুগেন্দ্র মল্লিক (৪১)  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার রুস্তমপুর এলাকার বাসিন্দা।

 

 

 

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার  সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান-
তাদের কাছে তথ্য ছিল- সিলেটসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ চক্র অবৈধভাবে অল্প সময়ে অধিক মুনাফার লোভে দেশি-বিদেশি জাল নোট তৈরি ও প্রতারণামূলকভাবে বাজারজাত করে আসছে। এই চক্রের সদস্যরা জাল টাকা তৈরি করে আসল টাকার ভিতর জাল টাকা মিলিয়ে লেনদেন করে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এ অপরাধ ঠেকাতে মাঠে কাজ করছে র‍্যাব-৯। এরই ধারাবাহিকতায় জাল নোট প্রস্তুতকারী চক্রের সদস্য যুগেন্দ্র মল্লিককে গ্রেফতার করেছে র‍্যাব।

 

 

গ্রেফতারকালে তার কাছ থেকে ভারতীয় ১৪ লক্ষ ৬৫ হাজার ৫০০ রুপি মূল্যমানের জাল নোট এবং বাংলাদেশী ৬৯ লক্ষ ৫২ হাজার ৯০০ টাকা মূল্যমানের জাল নোটসহ সর্বমোট ৮৪ লক্ষ ১৮ হাজার ৪০০ রুপি-টাকা মূল্যমানের জাল নোট জব্দ করা হয়।

 

 

গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‍্যাব

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুগেন্দ্র মল্লিক র‍্যাবকে জানান, তিনি দীর্ঘদিন যাবত জাল টাকা তৈরি করে আসল টাকা বলে মানুষের নিকট বিক্রয় করে আসছিলেন।

 

 

চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31