লন্ডন থেকে আসা দম্পতি শামসুদ্দিন হাসপাতালের কোয়ারেন্টিনে

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

লন্ডন থেকে আসা দম্পতি শামসুদ্দিন হাসপাতালের কোয়ারেন্টিনে

স্টাফ রির্পোটারঃঃ
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) যুক্তরাজ্য থেকে সিলেটে আসা এক দম্পতিকে হাসপাতালের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।দুপুর ১১ টায় বিমানের একটি ফ্লাইটে লন্ডন-ঢাকা হয়ে ওই দম্পতি সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছলে তাদের শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালের পাঠানো হয়।

 

জানা গেছে, তাদের নিয়ে আসা বিমানের এ ফ্লাইটে মোট ৩১ জন যাত্রী ছিলেন। ষাটোর্ধ্ব বয়েসি ওই দম্পতির শরীরে তাপমাত্রা বেশি থাকায় তাদেরকে শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। অন্য যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।তথ্যটি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওসমানী বিমানবন্দর ইমিগ্রশেনের এক পুলিশ।

Spread the love