সিলেট ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনাভাইরাস শনাক্ত ও সংক্রমণ ঠেকাতে চীন থেকে কিট ও পিপিই আসছে। আজ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা নাগাদ চীন থেকে এ মেডিকেল সরঞ্জাম এসে পৌঁছাচ্ছে।আজ বৃহস্পতিবার চীনা সরকারের একটি বিশেষ বিমানে এ মেডিকেল সরঞ্জাম আসবে বলে ঢাকাস্থ চীনা দূতাবাস সূত্রে জানা গেছে।
চীন থেকে যে মেডিকেল সরঞ্জাম আসবে তার মধ্যে ১০ হাজার পিস টেস্ট কিট, চিকিৎসকদের জন্য ১০ হাজার পিস পিপিই ও ১ হাজার থার্মোমিটার রয়েছে।
চীনা দূতাবাসের সূত্র জানায়, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে কিট ও মেডিকেল সরঞ্জাম আসছে। আজ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বিমানটি এসে পৌঁছাবে। বিমানবন্দরে চীন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে।
মরণঘাতী করোনাভাইরাস চীনেই শুরু হয়েছিল। চীনের অবস্থা এখন অনেকটাই উন্নতির দিকে। চীনে যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল তখন বিশ্বের অনেক দেশই চীনকে সহায়তা করেছে। বাংলাদেশও করোনাভাইরাস মোকাবিলায় চীনকে সহায়তা করেছে। এবার করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন।