প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় ” শেখ হাসিনার বারতা, নারী – পুরুষ সমতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার সকাল ১১ টায় বিশ্ব মা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যলি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান ও পরিচালনা করেন উপজেলা আনসার বিডিপির কর্মকর্তা মোঃ তৌহিদ মিয়া। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিস এর আয়োজন করে।
অন্যানদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা কানম, উপজেলা যুবউন্নয়ন অফিসার মোঃ আলাউদ্দিন খান, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, সাংবাদিক এনামুল হক এনি, সমাজ উন্নয়ন কর্মকর্তা পারি বিদুৎ মাংসাং, দারিদ্র বিমুচন অফিসার মোঃ মতিউর রহমান, মা প্রতিনিধি সাদিয়া আফরিন প্রমুখ।